নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ধর্ষণ শেষে হত্যা মামলায় দুই জনের আমৃত্যু কারাদণ্ড প্রদান করেছেন আদালত। রবিবার দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামলের আদালত এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- সোনারগাঁয়ের আলীনগর এলাকার ওলিউল্লাহর ছেলে সুমন (৩৪) ও নরসিংদী জেলার পাইচারচর এলাকার ইবুর ছেলে শফিকুল ইসলাম (৩৫)।
রায়ের সত্যতা নিশ্চিত করে কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, ২০১৮ সালের দায়ের করা একটি ধর্ষণ মামলায় আদালত এই রায় ঘোষণা করেছেন। রায় ঘোষণার সময়ে আসামিরা আদালতে উপস্থিত ছিল।