ধর্ষণের পরে হত্যা করা হয় মেয়েটিকে, আলামত নষ্টে অপহরণ নাটক

0

কক্সবাজারের টেকনাফের হ্নীলায় অপহৃত  ফারিহা খানম জেরিনের লাশ উদ্ধার করা হয়েছে। অপহরণ, ধর্ষণ ও হত্যাকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

হত্যাকারী মোহাম্মদ এরফান (১৭) টেকনাফ হ্নীলা ইউনিয়নের পূর্ব পানখালী এলাকার মুঃ আলী আহমদের ছেলে।

এরই ধারাবাহিকতায় শুক্রবার (২৮ জুলাই) র‌্যাব ২৪ ঘণ্টার মধ্যে ভিকটিমের লাশ উদ্ধার এবং ঘটনার সাথে জড়িত মোহাম্মদ এরফানকে দারুস সুন্নাহ মাদ্রাসা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দারুস সুন্নাহ মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল আলী আহমদের ছেলে। আসামি এবং ভিকটিম  ফারিহা খানম জেরিন ওই মাদ্রাসার শিক্ষার্থী ও দুঃসম্পর্কের মামা-ভাগ্নী। ঘটনার দিন সন্ধ্যায় ফারিয়া বাড়ির পাশের একটি দোকানে গেলে আসামি এরফান খাবারের প্রলোভন দেখিয়ে সু-কৌশলে দারুস সুন্নাহ মাদ্রাসায় তার বাবার অফিস কক্ষে নিয়ে যায় এবং দরজা বন্ধ করে হাত-পা বেঁধে তাকে ধর্ষণ করে। এতে ভিকটিমের অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে ঘটনাটি ধামাচাপা দেয়ার জন্য আসামি এরফান নাইলন দড়ি দিয়ে শ্বাসরোধ করে ভিকটিমকে হত্যা করে। পরবর্তীতে ভিকটিমের কাপড়-চোপড় পলিথিনে করে আসামি এরফানের বাসার পাশের একটি নালায় লুকিয়ে ফেলে এবং গভীর রাতে লাশটি গুমের উদ্দেশ্যে উক্ত মাদ্রাসার পিছনে একটি নর্দমায় ফেলে চলে আসে। এরফান আরো জানায়, সে বিষয়টিকে ধামাচাপা দেয়ার জন্য অপহরণের ঘটনা সাজিয়ে মুক্তিপণের টাকা দাবি করে। 

তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য  টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here