ধর্ষণের অভিযোগে যুবককে পুলিশের কাছে সোপর্দ

0

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে শাহিন হোসেন নামে এক যুবককে গাছে বেঁধে পিটিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী। শনিবার (১৫ মার্চ) রাতে নির্যাতিত তরুণীর বাবা আদিতমারী থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। এর আগে একই দিন বিকেলে উপজেলার সারপুকুর ইউনিয়নের তালুক হরিদাস গ্রামে এ ঘটনা ঘটে। যুবক শাহিন হোসোন একই ইউনিয়নের সরল খাঁ গ্রামের শওকত আলীর ছেলে। তিনি পেশায় আইসক্রিম বিক্রেতা। 

মামলায় প্রকাশ, প্রতিবন্ধীকে বাড়িতে রেখে পরিবারের সদস্যরা ক্ষেতে কাজে যান। শনিবার বিকেলের দিকে আইসক্রিম বিক্রি করতে এসে যুবক শাহিন হোসেন ওই বাড়ি যায়। এসময় তরুণীকে বাড়িতে একা পেয়ে আইসক্রিম খাওয়ানোর লোভ দেখিয়ে তার বাড়িতেই জোরপূর্বক ধর্ষণ করে। এরই মাঝে কাজ শেষ করে ওই তরুণীর ভাই বাড়িতে এসে তাদেরকে বিবস্ত্র অবস্থায় দেখতে পেয়ে লম্পট যুবক শাহিনকে আটক করে চিৎকার দেয়। স্থানীয়রা ছুটে এসে আটক যুবককে গণধোলাই ও গাছের সাধে বেঁধে পুলিশে সোপর্দ করে। 

এ ঘটনায় নির্যাতিত তরুনীর বাবা আদিতমারী থানায় একটি ধর্ষণের মামলা দায়ের করে। সে মামলায় অভিযুক্ত শাহিনকে গ্রেফতার দেখায় পুলিশ। 

এ বিষয়ে আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আকবর বলেন, নির্যাতিত তরুণীর বাবার দায়ের করা এজাহারটি নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করে শাহিনকে গ্রেফতার দেখানো হয়েছে। একই সাথে নির্যাতিত তরুণীকে আলামত সংগ্রহের জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here