ধর্ষণকাণ্ডে দানি আলভেজের সাড়ে ৪ বছর কারাদণ্ড

0

বার্সেলোনার নৈশক্লাবে এক নারীকে ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার দানি আলভেজ। এ ঘটনায় স্পেনের আদালত আলভেজকে সাড়ে ৪ বছর কারাদণ্ড দিয়েছেন। আদালত একইসঙ্গে ভুক্তভোগী তরুণীকে দেড় লাখ ইউরো ক্ষতিপূরণ দিতে আলভেজকে বলা হয়েছে।

বৃহস্পতিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন আলভেজ। তার আইনজীবী অবশ্য বেকসুর খালাস চেয়েছিলেন।

প্রসঙ্গত, ২০২২ সালের ৩১ ডিসেম্বর তার বিরুদ্ধে স্পেনের এক তরুণীকে ধর্ষণের অভিযোগ ওঠে। যদিও শুরু থেকে নিজেকে নির্দোষ দাবি করে আসছিলেন আলভেজ। অবশেষে দোষী সাব্যস্ত হওয়ার পর তাকে কঠিন শাস্তিই পেতে হলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here