ধর্ষকের শাস্তির দাবিতে গাইবান্ধায় সড়ক অবরোধ

0

মাগুরায় ৮ বছরের শিশুকে ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউটের শিক্ষার্থীরা।

সোমবার (১০ মার্চ) দুপুরে গাইবান্ধা কৃষি প্রশিক্ষণ প্রশিক্ষণ ইন্সটিটিউট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বাংলা বাজারে গিয়ে কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করে। সেখান থেকে পরে মিছিলটি ক্যাম্পাস চত্বরে এসে এক সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য দেন কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউটের উপ-সহকারী কৃষি কর্মকর্তা নয়ন মিয়া, শিক্ষার্থী মুনতাসির রহমান, আবু কাইয়ুম, আরাফাত হোসেন, মেহেদী হাসান, আজওয়াদ আহম্মেদ, রিহান মিয়া, কাজী আনিকা, সোহেল রানা প্রমুখ।  

বক্তারা বলেন, সারাদেশে নারী নির্যাতন, ধর্ষণ, হত্যার ঘটনা দিন দিন অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। কিশোরী তরুণী গৃহবধূ শিক্ষার্থী শুধু নয়, এইসব নরপিশাচদের হাত থেকে নিষ্পাপ শিশুরাও রক্ষা পাচ্ছে না। ধর্ষিত ওই শিশু এখন মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে। 

তারা আরও বলেন, ধর্ষকদের গ্রেফতার করে দ্রুততম সময়ের মধ্যে তাদের আইনের আওতায় আনতে না পারেন তাহলে আপনাদের দায়িত্বে থাকার কোনো অধিকার নেই। অবিলম্বে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নারীর প্রতি সহিংসতা বন্ধ করতে প্রশাসন ব্যর্থ হলে ছাত্রসমাজ ঐক্যবদ্ধভাবে আগামীতে বৃহত্তর কর্মসূচি পালন করবে বলে ঘোষণা দেন তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here