ধর্ম অবমাননার অজুহাতে বেআইনি শাস্তি দেওয়া বড় অপরাধ: ধর্ম উপদেষ্টা

0
ধর্ম অবমাননার অজুহাতে বেআইনি শাস্তি দেওয়া বড় অপরাধ: ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ধর্ম নিয়ে কটাক্ষ বা ব্যঙ্গ করা অসুস্থ মানসিকতা ও হীন প্রকৃতির মানুষের কাজ। ধর্ম অবমাননা যেমন আইনের চোখে অপরাধ, তেমনি এর অজুহাতে কাউকে বেআইনিভাবে শাস্তি দেওয়া আরো বড় অপরাধ।

সোমবার বিকেলে রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের জেলা কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট এ কর্মশালার আয়োজন করে।

আ ফ ম খালিদ হোসেন বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহিষ্ণুতা একটি রাষ্ট্রের উন্নয়নের পূর্বশর্ত। সামাজিক স্থিতিশীলতা নির্ভর করে সাম্প্রদায়িক সৌহার্দ্যের ওপর। সম্প্রীতির বাতাবরণ ছাড়া দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। এদেশে নানা ধর্মের মানুষের বসবাস। সবাইকে নিয়ে উন্নয়নের পথে এগিয়ে যেতে হবে।  

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা মরদেহের অবমাননা বর্বরতার শামিল। কেউ অপরাধ করলে তার জন্য আইন-আদালত ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে। তিনি সবাইকে মানবিক হওয়ার এবং দেশ ও জাতির স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। 

নির্বাচন প্রসঙ্গে ধর্ম উপদেষ্টা জানান, আগামী জাতীয় নির্বাচন অবশ্যই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে। এ বিষয়ে সব রিটার্নিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।

রংপুর জেলার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মেহেদী হাসানের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য দেন হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান শ্রী তপন চন্দ্র মজুমদার, ধর্ম উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদ, প্রকল্প পরিচালক নিত্য প্রকাশ বিশ্বাস, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব দেবেন্দ্র নাথ উরাঁও, রংপুরের পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন ও ট্রাস্টি পরিতোষ চক্রবর্তী।

উল্লেখ্য, এই প্রকল্পের অধীনে সারা দেশে ৭ হাজার ৪০০টি মন্দিরভিত্তিক শিক্ষাকেন্দ্র পরিচালিত হচ্ছে। যার মাধ্যমে প্রতিবছর ২ লাখ ২২ হাজার শিক্ষার্থী শিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছে। রংপুর জেলায় প্রকল্পটির কেন্দ্র রয়েছে ১৪৯টি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here