ধর্মেন্দ্র যা যা রেখে গেলেন

0
ধর্মেন্দ্র যা যা রেখে গেলেন

বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র  জীবনের ইতি টেনেছেন। ৮৯ বছর বয়সে তাঁর প্রস্থানে ভারতের চলচ্চিত্রজগতে শোকের ছায়া। তিনি রেখে গেছেন এক বিশাল পরিবার, প্রায় ৩৩৫ কোটি রুপির সাম্রাজ্য এবং ছয় দশকের উজ্জ্বল কর্মজীবনের অনিঃশেষ উত্তরাধিকার।

পাঞ্জাবের লুধিয়ানার নসরালি গ্রামে কৃষ্ণ সিং দেওল ও সৎওয়ন্ত কৌরের ঘরে জন্ম নেওয়া ধর্মেন্দ্র বড় হয়েছেন এক সাধারণ পরিবারে। কিন্তু অভিনয়ের জগতে তাঁর একাগ্রতা, শ্রম আর ব্যক্তিত্ব তাঁকে পৌঁছে দেয় অলিখিত হি-ম্যান উপাধিতে। শুধু নায়ক হিসেবেই নয়, তিনি গড়ে তুলেছেন বলিউডের অন্যতম বৃহৎ দেওল পরিবার।

১৯৫৪ সালে মাত্র ১৯ বছর বয়সে প্রকাশ কৌরকে বিয়ে করেন ধর্মেন্দ্র। এই সংসারে তাঁদের চার সন্তান; দুই ছেলে সানি ও ববি দেওল এবং দুই মেয়ে বিজয়তা ও অজিতা। সানি দেওল আজ ভারতের পরিচিত অভিনেতা ও রাজনীতিক। তাঁর স্ত্রী পূজা দেওল এবং দুই ছেলে করন ও রাজবীর; উভয়েই অভিনয়ে পা রেখেছেন। অপরদিকে ববি দেওল, স্ত্রী তান্যা আহুজা ও দুই ছেলে আর্যমান ও ধর্মও চলচ্চিত্র ও ব্যবসার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। 

বিজয়তা দেওল আলোচনার বাইরে থাকলেও পারিবারিক জীবন নিয়ে ব্যস্ত, আর ক্যালিফোর্নিয়ায় বসবাসরত অজিতা দেওল চিকিৎসক। তাঁদের দুই মেয়ে নিকিতা ও প্রিয়াঙ্কা, দু’জনই চিকিৎসা ক্ষেত্রে প্রতিষ্ঠিত।

১৯৮০ সালে ধর্মেন্দ্রর জীবনে আসে আরেক অধ্যায় অভিনেত্রী হেমা মালিনী। বহু সফল ছবির সহ-অভিনেত্রী থেকে জীবনসঙ্গী হয়ে ওঠেন হেমা। সম্পর্ককে ঘিরে বিতর্ক থাকলেও তাঁদের দাম্পত্যে আছে দুই কন্যা ঐশা ও অহনা। ঐশা-ভারত তখতানির দুই মেয়ে রাধ্যা ও মিরয়া এবং অহনা-বৈভব ভোহরার তিন সন্তান অ্যাস্ট্রিয়া, অ্যাডেয়া ও দারিয়ান। 

ধর্মেন্দ্র প্রথম পরিবারেই বেশি সময় কাটালেও হেমার সঙ্গে সম্পর্ক ছিল মনোজগতে আলাদা জায়গায়, আর দুই পরিবারই গুরুত্বপূর্ণ মুহূর্তে এক ছাতার নিচে এসেছে বারবার।

অভিনয়ে ছিলেন তাঁর ভাই অজিত সিং দেওলও। অজিতের ছেলে অভয় দেওল সমকালীন বলিউডের অন্যতম অভিনব অভিনয়শৈলীর অভিনেতা। তাঁর চাচাকে আজীবন বাবা–সদৃশ মানুষ হিসেবেই দেখেছেন।

দেওল পরিবারের উত্তরসূরিরা ইতিমধ্যেই বলিউডে নিজেদের জায়গা তৈরি করতে শুরু করেছে। করন, রাজবীর, আর্যমান কিংবা ধর্ম, তাদের প্রত্যেকের দিকেই নজর এখন ইন্ডাস্ট্রির। অন্যদিকে ঐশা ও অহনার সন্তানরাও ভবিষ্যতে এই অভিনয়-বংশের ধারক হতে পারে।

ধর্মেন্দ্র রেখে গেলেন প্রায় ৩৩৫ থেকে ৪৫০ কোটি রুপির ব্যক্তিগত সম্পত্তি; যার সঙ্গে যুক্ত বিভিন্ন বিনিয়োগ ও ব্যবসা। পুরো দেওল পরিবারের সম্মিলিত সম্পত্তির হিসাব দাঁড়ায় হাজার কোটিরও বেশি। অর্থ, খ্যাতি এবং দীর্ঘ সৃষ্টিশীল যাত্রা, সব মিলিয়ে ভারতীয় সিনেমার ইতিহাসে ধর্মেন্দ্রর নাম চিরস্থায়ী হয়ে রইল।

সূত্র: এনডিটিভি 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here