বলিউডের ‘হি-ম্যান’ ধর্মেন্দ্রর সঙ্গে সালমান খানের সম্পর্কটা ছিল অনেকটা বাবা-ছেলের মতো। কয়েকবার প্রকাশ্যে সালমানকে নিজের তৃতীয় ছেলে আখ্যা দেন প্রয়াত এ কিংবদন্তি অভিনেতা। এবার ‘বিগ বস ১৯’-এর মঞ্চে সমাপনী পর্বে তাকে স্মরণ করে চোখ ভিজল ভাইজানের।
এদিন ধর্মেন্দ্রর সঙ্গে কাটানো একাধিক সুন্দর মুহূর্ত প্রতিযোগীদের সঙ্গে ভাগ করে নেন সালমান। একইসঙ্গে তিনি অভিনেতার শেষকৃত্য নিয়ে ভক্ত মহলে তৈরি হওয়া বিতর্কেরও অবসান ঘটান।
পরিবারের সদস্যদের উপস্থিতিতে নীরবে ধর্মেন্দ্রর শেষকৃত্য সম্পন্ন করার সিদ্ধান্তে বহু ভক্ত হতাশ হয়েছিলেন। শেষবারের মতো অভিনেতাকে দেখতে না পাওয়ার দুঃখও ছিল তাদের। এই নীরবতার প্রশংসা করে সালমান বলেন, সবচেয়ে বড় ব্যাপার হলো, তিনি ২৪ নভেম্বর মারা গেছেন। যেদিন ছিল আমার বাবার জন্মদিন।
তিনি আরও বলেন, ৮ ডিসেম্বর ধর্মেন্দ্রজির জন্মদিন। সেদিন আবার আমার মায়েরও জন্মদিন। খালি ভাবছি আমার যদি এরকম অনুভব হয়, তাহলে একটু ভাবুন সানি এবং তার পরিবার ঠিক কোন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে।
প্রসঙ্গত, বেঁচে থাকলে এবার ৯০তম জন্মদিনে পা রাখতেন ধর্মেন্দ্র। তার সপ্তাহ দুয়েক আগেই সবাইকে কাঁদিয়ে পাড়ি জমান না ফেরার দেশে।

