বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর আগেই গুজব ছড়িয়ে পড়েছিল তিনি মারা গেছেন। শোক নেমে এসেছিল তার ভক্তদের মাঝে। তবে সেবার ফিরে এলেও গত ২৪ নভেম্বর পরপারে পাড়ি দেন। পরে কড়া পুলিশি পাহারায় শেষকৃত্য সম্পন্ন করা হয় তার।
পরিবারের দাবিতে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক কড়াকড়ি আরোপ করা হয়। ফলে প্রিয় তারকার মুখ দেখতে পারেননি ভক্তরা। এ নিয়ে অনুরাগীদের মধ্যে রয়েছে চাপা ক্ষোভ। বিষয়টি প্রশ্ন আর সমালোচনারও জন্ম দিয়েছে। কেন এমন রাখঢাক? কেন গোপনে শেষকৃত্য সম্পন্ন করা হলো?
তবে, এবার ব্যাপারটি নিয়ে মুখ খুলেছেন ধর্মেন্দ্রর দ্বিতীয় স্ত্রী হেমা মালিনী। ভক্তরা শেষবার তাকে দেখার সুযোগ না পাওয়ায় নিজেও দুঃখ প্রকাশ করেছেন হেমা।
ধর্মেন্দ্রর মৃত্যুর তিন দিন পরে গত সপ্তাহে আরব আমিরাতের চলচ্চিত্র নির্মাতা পরিচালক হামাদ আল রিয়ামি হেমার সঙ্গে দেখা করেন। তাদের কথপোকথনে উঠে আসে বিষয়টি। পরে ইনস্টাগ্রাম পোস্টে পরিচালক এ বিষয়ে জানিয়েছেন।
হেমা মালিনী বলেন, ‘ধর্মেন্দ্র কখনও চাননি তার দুর্বল শরীর বা অসুস্থ চেহারা প্রকাশ্যে আসুক। তিনি তার কাছের মানুষদের কাছ থেকেও কষ্ট লুকিয়ে রাখতেন। একজন ব্যক্তির মৃত্যুর পরে তাকে জনসমক্ষে না আনার সিদ্ধান্ত পরিবারের ওপর নির্ভর করে। সেটাই করা হয়েছে।’
হামাদের কাছে হেমা আক্ষেপ করে বলেন, ‘তুমি (হামাদ) ওকে এভাবে দেখলে সহ্য করতে পারতে না। ধর্মেন্দ্রর শেষ দিনগুলো খুব যন্ত্রণার মধ্য দিয়ে কেটেছে। আমরাও কেউ ওকে এভাবে দেখতে পারছিলাম না।’

