ধর্মেন্দ্রকে নিয়ে গুজব উড়িয়ে দিলেন সানি দেওল

0
ধর্মেন্দ্রকে নিয়ে গুজব উড়িয়ে দিলেন সানি দেওল

বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র শ্বাসকষ্টজনিত সমস্যায় কিছুদিন আগে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

ভারতীয় কিছু গণমাধ্যমে খবর আসে যে, অভিনেতার শারীরিক অবস্থা গুরুতর এবং তিনি ভেন্টিলেশনে রয়েছেন। তবে এই খবর পুরোপুরি ভুয়া বলে উড়িয়ে দিয়েছেন অভিনেতা সানি দেওলের ঘনিষ্ঠ সূত্র। সূত্রটি জানিয়েছে, ধর্মেন্দ্র এক সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি আছেন, কিন্তু তিনি ভেন্টিলেটরে নেই।

সানি দেওলও নিজে সকালে হাসপাতালে গিয়ে ধর্মেন্দ্রকে দেখেছেন। তিনি বলেছেন, ‘যদি সত্যিই এমন কিছু হত, তাহলে পুরো পরিবার হাসপাতালে থাকত। এখন তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন।’

অন্যদিকে, অভিনেতাকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন তার সহশিল্পী হেমা মালিনী। তিনি জানিয়েছেন, ‘আমরা দ্রুত আরোগ্যের আশা করছি।’

সূত্র: এই সময়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here