ধরা দিলেন অধরা

0

ফেসবুক ঘাটলে প্রায়ই দেখা যায় আজ দুবাই তো পরশু নিউইয়র্ক। দেশের চেয়ে বিদেশে থাকতেই যেন বেশি পছন্দ করেন তিনি। চলতি বছরের মাঝামাঝি চলে যান যুক্তরাষ্ট্রে। সেখান থেকে কানাডা। ফের দুবাই। বলছি চিত্রনায়িকা অধরার কথা। বললেন, ‘দেশে থাকতে কে না চায় বলুন? আসলে পারিবারিক কিছু কাজের জন্যই গত কয়েক বছর দেশের বাইরে বেশি আসা-যাওয়া করতে হয়েছে আমার।’

সম্প্রতি দেশে এসেছেন অধরা। দিয়েছেন ধরা। উদ্দেশ্য একটাই, সিনেমার কাজ। দেশে ফিরে গত কয়েকদিন ব্যস্ত ছিলেন অপূর্ব রানার ‘দ্য রাইটার’ নামের একটি সিনেমার ডাবিং নিয়ে। সিনেমাটির একটি গানের শুটিং বাকি আছে। অন্যদিকে, সবকিছু ঠিক থাকলে সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ডের ‘দখিন দুয়ার’ ডিসেম্বরে মুক্তি পেতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here