কুড়িগ্রাম সদর উপজেলার ধরলা সেতুপাড়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আলী (৪৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলী উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বাসিন্দা এবং তিনি একজন স্টক মালের ব্যবসায়ী। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত ব্যবসায়ী হযরত আলী বৃহস্পতিবার বিকেলে মোটরসাইকেলযোগে নাগেশ্বরী থেকে কুড়িগ্রামের দিকে আসছিলেন। এমতাবস্থায় তিনি শহরের ধরলা সেতুপাড়ে এসে পৌঁছালে আকস্মিকভাবে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সেতু সড়কের মাঝে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে সেখানকার এলাকাবাসীরা তাকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।