দ্রুত তিন উইকেট তুলে নিয়ে ম্যাচে ফিরলো বাংলাদেশ

0

ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে জয়ের পর আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে ফিল্ডিং করছে বাংলাদেশ। পঞ্চাশের আগেই তুলে নেওয়া গিয়েছিল আয়ারল্যান্ডের তিন উইকেট। কিন্তু এরপর প্রতিরোধ গড়েছিলেন হ্যারি টেক্টর ও কার্টিস ক্যাম্পার। তাদের জুটি বড় হচ্ছিল, হাফ সেঞ্চুরির দেখা পেয়েছিলেন টেক্টর। শেষ অবধি অবশ্য এই জুটি ভেঙেছে। দ্রুতই আরও তিন উইকেট নিয়ে ম্যাচে ফিরেছে বাংলাদেশ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫৫তম ওভারে এসে ৬ উইকেট হারিয়ে ১৪৫ রান করেছে আয়ারল্যান্ড। ইনিংসের পঞ্চম ওভারে এসে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন শরিফুল ইসলাম। এই পেসারের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরত যান মুড়ি কামিন্স। ১০ বলে ৫ রান করেন তিনি। আরেক উদ্বোধনী ব্যাটার জেমস ম্যাকাকালামকেও আউট করেন পেসারই।  

এরপরই কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন হ্যারি টেক্টর ও কার্টিস ক্যাম্পার। তাদের জুটিতে আসে ৭৪ রান। এর মধ্যে অভিষিক্ত টেক্টর পেয়ে যান হাফ সেঞ্চুরির দেখা। ৬ চার ও ১ ছক্কায় ৯২ বলে ৫০ রান করা টেক্টরকে দারুন এক ডেলেভারিতে বোল্ড করেন মেহেদী হাসান মিরাজ।  

সঙ্গীর বিদায়ের পর বেশিক্ষণ টিকতে পারেননি কার্টিস ক্যাম্পারও। ৭৩ বলে ৩৪ রান করে তিনি তাইজুলের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন। ৮ বল খেলে ১ রান করে আউট হন আইরিশ দলের সবচেয়ে অভিজ্ঞ পিটার মুর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here