দ্রুত জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে: মুজাহিদুল ইসলাম

0
দ্রুত জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে: মুজাহিদুল ইসলাম

একটি অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্যে সরকারকে দ্রুত সময়ের মধ্যে তফসিল ঘোষণার দাবি জানিয়েছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি ও সভাপতিমণ্ডলীর সদস্য মুজাহিদুল ইসলাম সেলিম।

তিনি বলেন, দেশের মানুষ বুকের রক্ত দিয়ে স্বৈরাচারদের উৎখাত করেছে। নতুন কোনো ফ্যাসিবাদী, কর্তৃত্ববাদী, স্বৈরাচারী শাসন তারা মেনে নিবে না। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন আয়োজন নিয়ে সরকার বারবার আশঙ্কার জন্ম দিচ্ছে। তাই অবিলম্বে সরকারকে দ্রুত তফসিল ঘোষণা করে নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে হবে। 

শুক্রবার (১৫ নভেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সিপিবির জাতীয় সমাবেশে তিনি এসব কথা বলেন।

মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, দেশ এক সর্বগ্রাসী সংকটে ডুবে আছে। মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা দেশকে পাকিস্তানের জিঞ্জির থেকে মুক্ত করেছি। ভারত কিংবা মার্কিন সাম্রাজ্যবাদের নতুন শৃঙ্খলে আবদ্ধ হওয়ার জন্য নয়। ক্ষমতাসীন সরকার পরিকল্পিতভাবে দেশকে মার্কিন ভূরাজনৈতিক স্বার্থের অনুগত করছে, যা দীর্ঘ মেয়াদে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলবে।

সিপিবির সাবেক সভাপতি আরও বলেনজাতীয় নির্বাচনের দিনে ‘গণভোটের’জন্য ড. ইউনূস যে প্রস্তাবনা হাজির করেছেন তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা ঐকমত্যের কথা বলে একটি ভুয়া দলিল রচনা করেছে। সাংবিধানিক আদেশ বলবৎ করে সরকার যা করতে যাচ্ছে গণভোটের মধ্য দিয়ে তার বৈধতা হবে না। ঐকমত্যের বাইরে কোনো বিষয় চাপিয়ে দেয়ার সুযোগ নেই। নতুন মোড়কে পুরোনো ব্যবস্থা পাকাপোক্ত করছে এই সরকার। 

কর্মসূচি ঘোষণা

সমাবেশে নতুন কর্মসূচি ঘোষণা করেন সিপিবি সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন। তিনি জানান, লালদিয়া টার্মিনাল বিদেশিদের কাছে হস্তান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে রোববার (১৬ নভেম্বর) দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ মিছিল হবে। নির্বাচনে জামানতের অর্থ কমানো প্রার্থীদের সমতা নিশ্চিত করার দাবিতে আগামী ২৪ নভেম্বর ঢাকাসহ জেলাউপজেলায় নির্বাচন কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করা হবে।

ছাড়া ২৮ নভেম্বর ঢাকায় নারীদের রাজনৈতিক কনভেনশন এবং ২৯ নভেম্বর বামগণতান্ত্রিকপ্রগতিশীল দলগুলোর উদ্যোগে৭১এর মুক্তিযুদ্ধের চেতনা ২৪এর গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বিকল্প রাজনৈতিক শক্তির জাতীয় কনভেনশন অনুষ্ঠানের ঘোষণা দেন তিনি।

এসময় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলবাসদের প্রধান উপদেষ্টা খালেকুজ্জামান, জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, সিপিবির সাবেক সভাপতি মোহাম্মদ শাহ আলম প্রমুখ।

সমাবেশ শেষে একটি মিছিল শাহবাগ হয়ে বাটা সিগন্যাল, সায়েন্সল্যাব, ঢাকা কলেজ, গাউছিয়া মার্কেট ঘুরে আবারও বাটা সিগন্যাল, শাহবাগ হয়ে সোহরাওয়ার্দী উদ্যানে এসে শেষ হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here