অপেক্ষা ছিল একটি উইকেটের। সন্দিপ লামিছানের লাগল স্রেফ তিন বল। ওয়ানডেতে দ্রুততম ১০০ উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন নেপালের লেগ স্পিনার। অতীত হয়ে গেল আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খানের রেকর্ড।
কীর্তিপুরে শুক্রবার (২১ এপ্রিল) এসিসি মেন’স প্রিমিয়ার কাপের ম্যাচে ওমানের আদিল শফিককে এলবিডব্লিউ করে একশ উইকেটের মাইলফলক স্পর্শ করেন লামিছানে। ওই ওভারে তিনি উইকেট নেন আরও একটি। নিজের পরের ওভারে এসে ধরেন আরেক শিকার। দলের ৮৪ রানে জয়ের ম্যাচে ৮ ওভারে ৪৫ রান দিয়ে তার প্রাপ্তি ৩ উইকেট।
নেপালের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা লামিছানে ধর্ষণের অভিযোগে গত নভেম্বরে কারাগারে যাওয়ার পর এই বছরের জানুয়ারিতে জামিনে মুক্ত হন। এরপর তার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল (সিএএন)। ফেব্রুয়ারিতে তাকে ফেরানো হয় জাতীয় দলে। নেপালের হয়ে ৪৪ টি-টোয়েন্টিতে তার উইকেট ৮৫টি।