‘দ্য কেরালা স্টোরি’ পশ্চিবঙ্গে প্রদর্শন করাতেও কোনো বাধা নেই। রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট।
‘দ্য কেরালা স্টোরি’ পশ্চিমবঙ্গের সিনেমা হলে প্রদর্শন করা যাবে না এমনই নিষেধাজ্ঞা জারি করেছিল মমতার সরকার।
মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়েছে, ‘দেশের সব রাজ্যেই ‘দ্য কেরালা স্টোরি’ প্রদর্শিত হচ্ছে। আর কোথাও তেমন কোনও অশান্তির খবর প্রকাশ্যে আসেনি। বাংলাতেও যে তিন দিন ছবিটি চলেছে, তাতে তেমন কোনও অশান্তির নজির নেই। তাই রাজ্য সরকারের নিষেধাজ্ঞায় আপাতত স্থগিতাদেশ জারি করা হয়েছে।’