‘দ্য কেরালা স্টোরি’র সাফল্যের পর এবার আন্তর্জাতিক স্তরে পা রাখছেন আদা শর্মা

0

আগে তেমন পরিচিতি ছিল না তার। আলোচিত ও বিতর্কিত ‘দ্য কেরালা স্টোরি’সিনেমায় অভিনয়ের পর রাতারাতি তারকা বনে যান অভিনেত্রী আদা শর্মা। এই ছবির সৌজন্যে ভারতে এখন অন্যতম চর্চিত নাম তিনি। বক্স অফিসে চুটিয়ে ব্যবসা করার পাশাপাশি বিদেশেও বেশ ভাল সাড়া পেয়েছে ‘দ্য কেরালা স্টোরি’। ছবিতে দর্শকের দ্বারা প্রশংসিত হয়েছে আদা শর্মার অভিনয়ও। ছবির সাফল্যের পর থেকে অভিনেত্রীর দরও কয়েক গুণ বেড়ে গেছে এক লাফে। 

জানা গেছে, এবার এক আন্তর্জাতিক প্রজেক্টে দেখা যেতে চলেছে আদা শর্মাকে। শোনা যাচ্ছে, সেই ছবিতে সুপারহিরোর চরিত্রে দেখা যেতে পারে অভিনেত্রীকে।

‘দ্য কেরালা স্টোরি’তে কাজ করার পরে এমন একটি চরিত্রে অভিনয় করার অভিজ্ঞতা বেশ আলাদা হতে চলেছে বলে ধারণা আদার। অন্যদিকে, বিতর্ক ‘দ্য কেরালা স্টোরি’-র পিছু না ছাড়লেও বক্স অফিসে এখনও অব্যাহত ছবির সাফল্য। এখনও পর্যন্ত ভারতের বক্স অফিসে ২৪০ কোটি রুপির বেশি ব্যবসা করে ফেলেছে আদা শর্মা অভিনীত এই ছবি। বিশ্বজোড়া বক্স অফিসে ৩০০ কোটি রুপির কাছাকাছি ব্যবসা করে ফেলেছে বাঙালি পরিচালক সুদীপ্ত সেন পরিচালিত এই সিনেমা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here