দ্বিতীয়বার মা হলেন ভারতী সিং

0
দ্বিতীয়বার মা হলেন ভারতী সিং

দ্বিতীয়বার মা হলেন ভারতের জনপ্রিয় কৌতুক অভিনেত্রী এবং সঞ্চালক ভারতী সিং। প্রথম সন্তানের তিন বছর পর দ্বিতীয় সন্তানের মা হলেন তিনি। শুক্রবার (১৯ ডিসেম্বর) হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন তিনি। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে ভারতী- হর্ষ লিম্বাচিয়া দম্পতির সংসারে নতুন অতিথি আসার সুখবর জানান। 

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায়, আজ সকালে টেলিভিশন শো ‘লাফটার শেফস’-এর শুটিংয়ে উপস্থিত থাকার কথা ছিল ভারতীর। তবে সেখানে তিনি উপস্থিত হতে পারেননি। ওই সময় অসুস্থ অনুভব করায় ভারতীকে দ্রুত হাসপাতালে নিয়ে যান তার স্বামী টেলিভিশন উপস্থাপক হর্ষ লিম্বাচিয়া। হাসপাতালে ভর্তি হওয়ার কিছুক্ষণের দ্বিতীয় সন্তানের জম্ম দেন ভারতী। সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন তাদের সহকর্মী ও নেটিজেনরা। 

২০১৭ সালে ভারতী- হর্ষ বিয়ের পিঁড়িতে বসেন। বিয়ের পাঁচ বছরের মাথায় প্রথম পুত্রসন্তান লক্ষ্য ওরফে গোল্লার জন্ম হয়। চলতি মাসের শুরুতে বেবি বাম্প প্রকাশ করে দ্বিতীয় সন্তানের ঘোষণা দিয়েছিলেন ভারতী। বর্তমানে মা ও নবজাতক দুইজনে সুস্থ আছেন।  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here