দ্বিতীয়বার আইসিসি মাস সেরা উলভার্ট

0
দ্বিতীয়বার আইসিসি মাস সেরা উলভার্ট

আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডে নারী বিভাগে  ডিসেম্বরের সেরা হলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার লরা উলভার্ট। আর পুরুষ বিভাগে সেরা হয়েছেন অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক। 

ডিসেম্বর মাসের সেরা পুরুষ ও নারী ক্রিকেটারের নাম বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) প্রকাশ করে আইসিসি। পুরুষদের সেরার লড়াইয়ে স্টার্ক হারান নিউজিল্যান্ডের পেসার জেকব ডাফি ও ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার জাস্টিন গ্রেভসকে। আর নারীদের লড়াইয়ে স্বদেশী অলরাউন্ডার সুনে লিস ও ভারতের ব্যাটার শেফালি ভার্মাকে পেছনে ফেলেন উলভার্ট।

ঠিক দুই বছর পর মাস সেরার পুরস্কার জিতলেন অস্ট্রেলিয়ার কোনো পুরুষ ক্রিকেটার। এই সম্মাননা পাওয়া তাদের আগের জনও ছিলেন পেসার। ২০২৩ সালের ডিসেম্বরের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন প্যাট কামিন্স। আর উলভার্ট স্বীকৃতিটি পেলেন দ্বিতীয়বার। উইমেন’স ওয়ানডে বিশ্বকাপে ব্যাট হাতে রানের স্রোত বইয়ে গত অক্টোবরের সেরা হয়েছিলেন তিনি।

ডিসেম্বরে মেয়েদের ক্রিকেটে আলো ছড়ান উলভার্ট। ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে জেতা ওয়ানডে সিরিজে ৩ ম্যাচে ১১১.৮৪ স্ট্রাইক রেটে মোট ২৫৫ রান করেন তিনি। শেষ দুই ম্যাচে তার ব্যাট থেকে আসে ১২৪ ও অপরাজিত ১০০ রানের ইনিংস। সিরিজ-সেরার পুরস্কার জেতেন তিনিই। ওয়ানডের আগে ২ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১৯০.২৭ স্টাইক রেটে দক্ষিণ আফ্রিকা অধিনায়ক করেন ১৩৭ রান। সেখানে সেঞ্চুরি করেন তিনি প্রথম ম্যাচে।

২০২৫ সালের শেষ মাসে ৩ টেস্টে ২১.২৫ গড়ে স্টার্ক উইকেট নেন ১৬টি। এছাড়া ব্যাট হাতে করেন ১৩৯ রান। ব্রিজবেনে অ্যাশেজের দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে ৬টিসহ ম্যাচে তার শিকার ছিল ৮ উইকেট। ব্যাটিংয়ে ৯ নম্বরে নেমে খেলেন ১৪১ বলে ৭৭ রানের ইনিংস। দলের ৮ উইকেটে জয়ের ম্যাচে সেরার স্বীকৃতি পান তিনিই। পরের টেস্টে অ্যাডিলেইডে ৪ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাটিংয়ে ৭৫ বলে ৫৪ রানের ইনিংস খেলেন এই বাঁহাতি পেসার। মেলবোর্নে ৪ উইকেটে হেরে যাওয়া ম্যাচে দুই ইনিংসে দুটি করে উইকেট নেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here