দ্বিগুণ বেতনে নাপোলির সঙ্গে নতুন চুক্তিতে ওসিমেন

0

সিরি-আ’তে তিন দশকের বেশি সময়ের অপেক্ষা ঘুচিয়ে শিরোপা জয়ের নায়কদের একজন ভিক্টো ওসিমেনের সঙ্গে চুক্তি নবায়ন করেছে নাপোলি। নতুন চুক্তি অনুযায়ী, ইতালিয়ান ক্লাবটিতে ২০২৬ সাল পর্যন্ত খেলবেন তারকা এই ফরোয়ার্ড।

নাপোলির সভাপতি আউরেলিও দে লাউরেন্তিস রোববার সামাজিক মাধ্যম এক্স-এ ওসিমেনের চুক্তিতে সই করার এবং হ্যান্ডশেকের ছবি পোস্ট করেছেন। সঙ্গে লিখেছেন একটি শব্দ “ডান (চুক্তি সম্পন্ন)”। চার মিনিট পর ওই একই ছবি নাপোলিও পোস্ট করে লিখেছে, “ভিক্টো ও নাপোলি ২০২৬ পর্যন্ত একসঙ্গে।”   

অসাধারণ এই যাত্রার স্বীকৃতিস্বরূপ সম্প্রতি আফ্রিকার বর্ষসেরা পুরুষ ফুটবলারের খেতাব জিতেছেন এই নাইজেরিয়ান ফরোয়ার্ড। সেই সঙ্গে এবার যোগ হলো নতুন চুক্তির আনন্দ। ক্লাবটিতে ওসিমেনের পুরনো চুক্তি শেষ হতো ২০২৫ সালে। নতুন চুক্তিতে তার বেতন আগের চেয়ে দ্বিগুণ হয়েছে বলে ইতালিয়ান সংবাদমাধ্যমের খবর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here