জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে জাতীয় পার্টি গণতন্ত্রকে বাঁচিয়েছে।
রবিবার নির্বাচন কমিশনে (ইসি) সংরক্ষিত নারী আসনের মনোনীত সদস্যদের মনোনয়নপত্র জমা দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
বিরোধী দল হিসেবে জাতীয় পার্টির ভূমিকা কেমন হবে জানতে চাইলে তিনি বলেন, সংসদে জাতীয় পার্টির সদস্যসংখ্যা কম, কিন্তু সংখ্যা দিয়ে কিছু হয় না। জাতীয় পার্টির ১৩ জন সদস্য কার্যকর ভূমিকা রাখতে পারলে সংসদকে কার্যকরী করা সম্ভব।