দ্বাদশ সংসদ নির্বাচনে সবচেয়ে বেশি নারী প্রার্থী (৯২ জন) অংশ নিয়ে জয় পেয়েছেন ১৯ জন নারী প্রার্থী। এদের মধ্যে আওয়ামী লীগের নৌকা প্রতীকের ১৫ জন নারী ও স্বতন্ত্র প্রার্থী চারজন। স্বতন্ত্রভাবে জয়ী চার নারীই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।
আওয়ামী লীগের জয়ী নারী প্রার্থীরা হলেন– বর্তমান সংসদের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা (গোপালগঞ্জ-৩), স্পিকার শিরীন শারমিন চৌধুরী (রংপুর-৬), উম্মে কুলসুম স্মৃতি (গাইবান্ধা-৩), সাহাদারা মান্নান (বগুড়া-১), জান্নাত আরা হেনরী (সিরাজগঞ্জ-২), হাবিবুন নাহার (বাগেরহাট-৩), সুলতানা নাদিরা (বরগুনা-২), আওয়ামী লীগের সভাপতিমণ্ডরীর সদস্য মতিয়া চৌধুরী (শেরপুর-২), সৈয়দা জাকিয়া নূর (কিশোরগঞ্জ-১), সাগুফতা ইয়াসমিন (মুন্সীগঞ্জ-২), সিমিন হোসেন রিমি (গাজীপুর-৪), শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি (চাঁদপুর-৩), খাদিজাতুল আনোয়ার (চট্টগ্রাম-২) ও শাহীন আক্তার (কক্সবাজার-২)।
প্রসঙ্গত, বর্তমান একাদশ জাতীয় সংসদে সরাসরি ভোটে নির্বাচিত নারী সংসদ সদস্য রয়েছেন ২২ জন। সেই হিসাবে আগামী দ্বাদশ সংসদে নারী সংসদ সদস্যের সংখ্যা কমে আসছে।