দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। রবিবার বেলা পৌনে ১১টার দিকে কুয়াশার ঘনত্ব কমে এলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
এর আগে, ঘন কুয়াশার কারণে শনিবার দিবাগত রাত তিনটা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। রাত ১১টা থেকে কুয়াশা পড়তে শুরু করে।
এ সময় যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ নদীতে তিনটি ফেরি আটকা পড়ে। প্রচণ্ড শীতে আটকে পড়া যাত্রী ও শ্রমিকরা ভোগান্তিতে পড়েন। ফেরি বন্ধ থাকায় উভয় ঘাটে পারাপারের অপেক্ষায় যানবাহন আটকা পড়ে।
বিআইডব্লিউটিসিএ দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক আলীম দাইয়্যান বলেন, কুয়াশার ঘনত্ব কমে এলে বেলা পৌনে ১১টার দিকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় ঘাট এলাকায় শতাধিক যানবাহন আটকা পড়ে আছে। এখন সিরিয়াল অনুযায়ী সেগুলো পার করা হচ্ছে।