বৈরী আবহাওয়ার কারণে ১৫ ঘণ্টা দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ ছিল। আবহাওয়া স্বাভাবিক হওয়ায় ১৫ ঘণ্টা পর এ রুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে।
আজ রবিবার সকাল সাড়ে ৬টা থেকে দৌলতদিয়া লঞ্চঘাট থেকে লঞ্চ চলাচল শুরু হয়েছে।
বিআইডব্লিউটিএর ট্রাফিক ইন্সেপেক্টর আফতাব উদ্দীন বলেন, বৈরী আবহাওয়ার কারণে শনিবার বিকেল থেকে পদ্মা নদী উত্তাল হয়ে যায়। সে সময় লঞ্চ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। বিকেল থেকে দুর্ঘটনা এড়াতে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়। রবিবার সকাল থেকে আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় লঞ্চ চলাচল স্বাভাবিক হয়। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যাত্রী পারাপারে ১৬ টি লঞ্চ চলাচল করছে।