উপসাগরীয় দেশ কাতার হামাসের রাজনৈতিক কার্যালয় বন্ধ করে দিতে পারে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে নিজেদের ভূমিকা বিস্তৃত পর্যালোচনার অংশ হিসেবে উপসাগরীয় দেশটি এই সিদ্ধান্ত নিতে পারে বলে জানিয়েছেন কাতারের এক কর্মকর্তা।
সরকারি কর্মকর্তার বরাত দিয়ে খবরে বলা হয়েছে, দোহা উদ্বিগ্ন যে, ইসরায়েল ও হামাসের মধ্যে কয়েক মাস ধরে চলা কাতারের মধ্যস্থতার প্রচেষ্টা কিছু রাজনীতিবিদ উপেক্ষা করেছেন। তারা (রাজনীতিবিদরা) অন্যের মূল্যে নিজেদের সুবিধা আদায়ের চেষ্টা করছে।
কাতার সরকার হামাসের অফিস বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিলে হামাসকে দোহা ছাড়তে বলা হবে কিনা ওই কর্মকর্তা সেটা বলতে পারেননি। তবে তিনি বলেন, চলমান আলোচনার সময় ইসরায়েল ও হামাস কীভাবে আচরণ করে তার ওপর কাতারের নিজস্ব পর্যালোচনা প্রভাবিত হবে।