দেশ বিরোধী ষড়যন্ত্র রুখতে ল’ইয়ার্স সাইবার গিল্ডের আত্মপ্রকাশ

0

সাইবার জগতে দেশ বিরোধী নানা ষড়যন্ত্র, প্রোপাগান্ডা, গুজব মোকাবিলায় সক্রিয় ভূমিকা পালন করতে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ ল’ইয়ার্স সাইবার গিল্ডের (বিএলসিজি)।

সোমবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ১ নম্বর হলে আয়োজিত এক অনুষ্ঠানে সংগঠনটির আত্মপ্রকাশ হয়।  

নেতৃবৃন্দরা জানায়, বাংলাদেশ ল’ইয়ার্স সাইবার গিল্ড (বিএলসিজি) আইনজীবীদের একটি সমন্বিত প্রয়াস। সাইবার জগতে দেশ বিরোধী নানা ষড়যন্ত্র, প্রোপাগান্ডা, গুজব মোকাবিলায় এই সংগঠন সক্রিয় ভূমিকা পালন করবে। এই সংগঠন তার সচেতন দেশপ্রেমের দায় থেকে, বাংলাদেশের সর্বোচ্চ আদালত ঘিরে বিএনপি-জামায়াত দীর্ঘদিন ধরে যে সংঘবদ্ধ সন্ত্রাস, নৈরাজ্য কায়েম করেছিল তার জবাব দেবে।

এ সময় অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাছান চৌধুরী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক আব্দুন নুর দুলাল, সিনিয়র অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু, সিনিয়র অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা, অ্যাডভোকেট আজহার উল্লাহ ভূঁইয়া, সমিতির সহ-সভাপতি অ্যাডভোকেট জেসমিস সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here