দেশে ২৭ দিনে রেমিট্যান্স এলো ২৭৫ কোটি ডলার

0
দেশে ২৭ দিনে রেমিট্যান্স এলো ২৭৫ কোটি ডলার

ডিসেম্বরের ২৭ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৭৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার। প্রতি ডলার ১২২ টাকা হিসাবে যা দাঁড়ায় মোট ৩৩ হাজার ৫৭৪ কোটি টাকা।

রবিবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

ডিসেম্বরের ২৭ দিনের এ প্রবাসী আয় আগের বছরের ডিসেম্বরের পাশাপাশি চলতি বছরের নভেম্বরের চেয়ে বেশি।

আগের বছরের ডিসেম্বরের ২৭ দিনে প্রবাসী আয় এসেছিল ২৪০ কোটি ৮০ মার্কিন ডলার। আর আগের মাস নভেম্বর ২৭ দিনে প্রবাসীরা পাঠিয়েছিলেন ২৬০ কোটি পাঁচ লাখ ৪১ হাজার ডলার।

বাংলাদেশ ব্যাংকের প্রবাসী আয়ের তথ্য পর্যালোচনা করলে দেখা যায়, চলতি অর্থবছরের জুলাই মাসে ২৪৭ কোটি ৭৮ লাখ, আগস্টে আসে ২৪২ কোটি ১৯ লাখ, সেপ্টেম্বর মাসে এসেছিল ২৬৮ কোটি ৫৫ লাখ এবং অক্টোবর মাসে এসেছে ২৫৬ কোটি ২৪ লাখ ডলার।   

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here