শ্রীলঙ্কার ১৯৯৬ সালের ক্রিকেট বিশ্বকাপজয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গাকে ঘিরে বড় ধরনের দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। পেট্রোলিয়াম মন্ত্রীর দায়িত্বে থাকাকালীন তেল ক্রয় সংক্রান্ত একটি চুক্তিতে অনিয়মের অভিযোগে তাকে গ্রেফতারের প্রস্তুতি নিচ্ছে দেশটির কর্তৃপক্ষ। সোমবার কলম্বোর একটি আদালতকে এ তথ্য জানিয়েছে দুর্নীতি দমন সংস্থা।
শ্রীলঙ্কার দুর্নীতি তদন্ত কমিশনের দাবি, ২০১৭ সালে দীর্ঘমেয়াদি তেল আমদানির চুক্তির নিয়ম পরিবর্তন করে বেশি দামে স্পট মার্কেট থেকে তেল কেনা হয়। এতে রাষ্ট্রের প্রায় ৮০ কোটি শ্রীলঙ্কান রুপি ক্ষতি হয়েছে। এই অনিয়মের সঙ্গে অর্জুনা রানাতুঙ্গা ও তার ভাইদের সম্পৃক্ততার অভিযোগ আনা হয়েছে।
কমিশন আদালতকে জানায়, বর্তমানে অর্জুনা রানাতুঙ্গা বিদেশে অবস্থান করছেন এবং দেশে ফেরার পর তাকে গ্রেফতার করা হবে। এদিকে তার বড় ভাই ধাম্মিকা রানাতুঙ্গা, যিনি ওই সময় রাষ্ট্রায়ত্ত সিলন পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান ছিলেন, তাকে সোমবার গ্রেফতার করা হয়। পরে তিনি জামিনে মুক্তি পান, তবে আদালত তার বিদেশযাত্রায় ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। ধাম্মিকা রানাতুঙ্গা শ্রীলঙ্কা ও যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিক।
মামলার পরবর্তী শুনানি আগামী ১৩ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। উল্লেখ্য, ৬২ বছর বয়সী বাঁহাতি ব্যাটার অর্জুনা রানাতুঙ্গার নেতৃত্বেই ১৯৯৬ সালে অস্ট্রেলিয়াকে হারিয়ে ক্রিকেট বিশ্বকাপ জেতে শ্রীলঙ্কা। যা দেশটির ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বড় সাফল্য হিসেবে বিবেচিত।
এই মামলা বর্তমান প্রেসিডেন্ট অনুঢ়া কুমারা দিশানায়েকের সরকারের দুর্নীতিবিরোধী অভিযানের অংশ। ক্ষমতায় আসার পর থেকেই তিনি দেশজুড়ে দীর্ঘদিনের প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন। রানাতুঙ্গা পরিবারের আরেক ভাই প্রসন্ন রানাতুঙ্গা, যিনি সাবেক পর্যটনমন্ত্রী, তাকেও সম্প্রতি একটি বীমা জালিয়াতি মামলায় গ্রেফতা করা হয়েছে। ওই মামলাটি এখনও বিচারাধীন থাকলেও এর আগে ২০২২ সালের জুনে এক ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা আদায়ের দায়ে তিনি দোষী সাব্যস্ত হয়েছিলেন এবং দুই বছরের স্থগিত কারাদণ্ড পেয়েছিলেন।
সূত্র: এনডিটিভি

