দেশে তাপমাত্রা ৫ ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা

0
দেশে তাপমাত্রা ৫ ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা

দেশে টানা কয়েকদিনের প্রচণ্ড শীতে রাজধানী ঢাকা থেকে শুরু করে বেশিরভাগ জেলার মানুষ কুয়াশা ও ঠাণ্ডার মধ্যে দুর্ভোগের মুখে রয়েছেন। রোদ দেখা যাচ্ছে না, আছে হিমশীতল বাতাস ও কুয়াশা।

কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ সোমবার রাত ৭টার পর এক ফেসবুক স্ট্যাটাসে জানান, সন্ধ্যার পর থেকে দেশের ৮টি বিভাগের জেলাগুলো ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকার সম্ভাবনা প্রবল।

তিনি আরও বলেন, মঙ্গলবার (৬ জানুয়ারি) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের বেশিরভাগ জেলায় দুপুর ১২টার আগে সূর্যের আলো দেখা মিলবে না। খুলনা ও বরিশাল বিভাগের জেলায় সকাল ১০টার আগে সূর্যের আলো আশা করা যায়।

পলাশের স্টাটাস অনুযায়ী, রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৫ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। চলমান শৈত্যপ্রবাহ ও কুয়াশা আগামী ১২ জানুয়ারি পর্যন্ত অব্যাহত থাকার আশঙ্কাও করেছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here