টিকটকের কমিউনিটি গাইডলাইন সম্পর্কে সচেতনতা বাড়াতে বাংলাদেশে সম্প্রতি প্রচারণা শুরু করেছে। এই উদ্যোগের একটি বড় অংশ হিসেবে টিকটক আয়োজন করছে বেশ কিছু ধারাবাহিক ওয়ার্কশপ। দেশের ক্রিয়েটরদের জন্য প্ল্যাটফর্মের কমিউনিটি গাইডলাইন সম্পর্কে বোধগম্যতা বাড়াতে এই ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে।
টিকটকের কমিউনিটি গাইডলাইন একটি বিশাল কাঠামো হিসেবে কাজ করে। এর গাইডলাইনগুলো প্ল্যাটফর্মটি ব্যবহার করার সকল নিয়ম এবং মানগুলোকে তুলে ধরে। গাইডলাইনগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে, যেন এর মাধ্যমে চলমান সব ট্রেন্ডের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া যায় এবং সেই সঙ্গে অনলাইনের ঝুঁকিগুলো কমিয়ে ফেলা যায়। সাম্প্রতিক আপডেটগুলো এই বছরের ২১ এপ্রিল থেকে কার্যকর হয়েছে। বিশ্বের ১০০টিরও বেশি সংস্থা এবং টিকটক কমিউনিটির সদস্যদের সঙ্গে পরামর্শ করে এই আপডেটের কার্যক্রম করা হয়েছে। এছাড়া, টিকটক বাংলাদেশের কিছু জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরদের সাথেও পার্টনারশিপ করছে যারা কনটেন্ট তৈরি করার মাধ্যমে প্ল্যাটফর্মের কমিউনিটি গাইডলাইন সম্পর্কে সচেতনতা বাড়াতে সাহায্য করবে। টিকটকে প্রচারণার ল্যান্ডিং পেইজটি বাংলাদেশ কমিউনিটির কাছে অ্যাক্সেসযোগ্য করা হবে, যেখানে ব্যবহার করা হবে #SaferTogether হ্যাশট্যাগটি। এখানে তারা দেখতে পারবেন তাদের প্রিয় কনটেন্ট ক্রিয়েটরদের ভিডিও।