বাংলাদেশ থেকে মৌসুমি বায়ু বিদায় নিতে পারে। তবে বিদায়ের আগে মৌসুমি বায়ুর প্রভাবে দেশের ৮ বিভাগেই ঝড়বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
বুধবার (১১ অক্টোবর) আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা স্বাক্ষরিত সকাল ৯টায় দেয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এ অবস্থায় চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।
এ সময় সারা দেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার এ অবস্থা আগামী তিন দিন বজায় থাকতে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে।