আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন দেখে বিএনপি নেতারা হিংসার আগুনে পুড়ছে, তাই তারা দেশের উন্নয়ন দেখেও না দেখার ভান করছে আর বিভিন্ন স্থানে মিথ্যাচার করে বেড়াচ্ছে।
রবিবার জামালপুরের মেলান্দহ উপজেলা হাজরাবাড়ি পৌর আওয়ামী লীগের যৌথ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যকালে এসব কথা বলেন মির্জা আজম।
হাজরাবাড়ি পৌর আওয়ামী লীগের সভাপতি মো. শামসুজ্জামান সুরুজের সভাপতিত্বে যৌথ বর্ধিত সভায় আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জিএস মিজানুর রহমান, ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ শফিক গেন্দা, মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোমিনুল ইসলাম বাবু প্রমুখ।