দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

0
দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

টানা কয়েকদিন ধরে অপরিবর্তিত দামে দেশের বাজারে বিক্রি হচ্ছে প্রতি ভরি স্বর্ণ। সবশেষ শুক্রবার (২০ নভেম্বর) দাম কমানোর পর এখন পর্যন্ত স্বর্ণের দামে আর কোনও পরিবর্তন আনেনি বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। 

সোমবার (২৪ নভেম্বর) সবশেষ নির্ধারিত দামেই দেশের বাজারে বিক্রি হচ্ছে স্বর্ণ। বাজুস জানিয়েছিল, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

সবশেষ সমন্বয়কৃত দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেটের  স্বর্ণের দাম বর্তমানে ২ লাখ ৮ হাজার ১৬৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি বিক্রি হচ্ছে ১ লাখ ৯৮ হাজার ৬৯৬ টাকায়, ১৮ ক্যারেটের প্রতি ভরিতে ১ লাখ ৭০ হাজার ৩১৮ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি স্বর্ণ ১ লাখ ৪১ হাজার ৬৪৮ টাকায় বিক্রি হচ্ছে।

বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, গহনার ক্ষেত্রে স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। সেইসঙ্গে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

এদিকে অপরিবর্তিত আছে রুপার দাম। ২২ ক্যারেটের রুপার ভরি চার হাজার ২৪৬ টাকা, ২১ ক্যারেটের রুপার দাম ভরি চার হাজার ৪৭ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরি তিন হাজার ৪৭৬ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম দুই হাজার ৬০১ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিডি প্রতিদিন/কামাল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here