গ্রো উইথ ডিএক্স- প্রতিপাদ্য সামনে রেখে দেশের বাজারে অন্তত ১০টি আন্তর্জাতিক ব্র্যান্ডের লাইফস্টাইল পণ্য আনার ঘোষণা দিল ডিএক্স গ্রুপ। মঙ্গলবার রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনের গ্র্যান্ড বলরুমে আয়োজিত এক ইভেন্টে এই ঘোষণা দেওয়া হয়।
অনুষ্ঠানে ডিএক্স গ্রুপ লাইফস্টাইল পণ্যের মধ্যে ভারতের নাম্বার ওয়ান অডিও ওয়্যারেবল ব্র্যান্ড বোট, গ্লোবালি চতুর্থ লারজেস্ট অডিও ব্র্যান্ড কিউসিওয়াই, গ্লোবালি ষষ্ঠ লারজেস্ট ওয়্যারেবল ব্র্যান্ড অ্যামাজফিট-সহ ওয়ানমোর, প্রমোট, ট্যাগ, ইজভিজ, রিভারসং, এনারজাইজার ও শাওমি ব্র্যান্ডের লাইফস্টাইল পণ্য দেশের বাজারে আনার ঘোষণা দেওয়া হয়। এরই মধ্যে একাধিক ব্র্যান্ডের পণ্য এখন দেশের বাজারে পাওয়া যাচ্ছে।
অনুষ্ঠানে ৩টা নতুন ভেন্চার চালুর ঘোষণা দেয় ডিএক্স গ্রুপ কর্তৃপক্ষ। এগুলো হলো হেলথ অ্যান্ড পারসোনাল কেয়ার রিটেইল চেইন লাইফ প্লাস, ডিজিটাল লাইফস্টাইল রিটেইল চেইন, এবং মাল্টি কুইজিন চেইন রেস্টুরেন্ট শাটল ক্যাফে।