দেশের প্রেক্ষাগৃহে জাপানের ‘ডেমন স্লেয়ার’

0
দেশের প্রেক্ষাগৃহে জাপানের ‘ডেমন স্লেয়ার’

জাপানি অ্যানিমেশন সিনেমা ‘ডেমন স্লেয়ার’ এর নতুন সিকুয়েল ‘ডেমন স্লেয়ার: ইনফিনিটি ক্যাসেল’ দেখা যাচ্ছে দেশের প্রেক্ষাগৃহে।

স্টার সিনেপ্লেক্সে চলছে সিনেমাটি। বিজ্ঞপ্তিতে স্টার সিনেপ্লেক্স জানিয়েছে, সাতটি শাখায় সিনেমাটির ৪৩টি শো চলছে। জাপানি এই অ্যানিমেশন সিনেমাটি মুক্তি পেয়েছে গত ১৮ জুলাই। আর যুক্তরাষ্ট্র, কানাডা, ভারতসহ বিভিন্ন দেশের প্রেক্ষাগৃহে এসেছে গত ১২ সেপ্টেম্বর।

২০২০ সালে মুক্তি পেয়েছিল ‘ডেমন স্লেয়ারের প্রথম পর্ব ‘মুগেন ট্রেন’। সিনেমাটি এতটাই দর্শকপ্রিয় হয় যে প্রায় ১৬ মিলিয়ন ডলারে তৈরি মুগেন ট্রেন আয় করে ৫০৬ মিলিয়ন ডলারের বেশি।  জাপানি সিনেমার ইতিহাসে সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়ে এটি। 

এরপর ২০২৩ ও ২০২৪ সালে এসেছে আরও দুইটি সিকুয়েল ‘টু দ্য সোর্ডস্মিথ ভিলেজ’ ও ‘টু দ্য হাশিরা ট্রেনিং’। ‘ডেমন স্লেয়ার: ইনফিনিটি ক্যাসেল’ সিনেমায় তানজিরো ও নেজুকোর ভাই-বোন সম্পর্কের গল্প উঠে এসেছে। 

এই পর্বে প্রতিটি ডেমন চরিত্রের পেছনের গল্প এতটাই কষ্টের, যা শত্রুকেও সহানুভূতির চোখে দেখার সুযোগ করে দেয়। এর ভিজ্যুয়াল আর্ট, আবেগঘন কাহিনী এবং জাপানি সংস্কৃতির ছোঁয়া দর্শকদের কাছে প্রিয় হয়ে উঠেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here