দেশের নাম বদল নিয়ে বিতর্ক, যা বললেন কঙ্গনা

0

দেশের নাম ‘ইন্ডিয়া’ না কি ‘ভারত’-এই বিতর্ক এখন সামাজিক যোগাযোগমাধ্যম জুড়ে। মঙ্গলবার সকাল থেকে দেশের নামবদল নিয়ে বিতর্কের সূত্রপাত। জি২০ বৈঠক উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ডাকা নৈশভোজের আমন্ত্রণপত্রে ‘প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া’র পরিবর্তে লেখা হয়েছে ‘প্রেসিডেন্ট অফ ভারত’।

এরপর থেকেই বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, দেশের নাম কি তাহলে ‘ইন্ডিয়া’ থাকবে না? বদলে গিয়ে ‘ভারত’ হবে। এমন বিষয়ে ভারতীয় অভিনেত্রী কঙ্গনা রানাউত মনে করেন, ইন্ডিয়া নয়, বরং ভারত নামই হওয়া উচিত। অভিনেত্রীর দাবি, বছর দু’য়েক আগেই নাকি দেশের নাম বদলের ভবিষ্যদ্বাণী করেছিলেন তিনি।

সেখানেই অভিনেত্রীর প্রশংসা করে ওই অনুরাগী লেখেন, ‘সব সময়ই সময়ের চেয়ে এগিয়ে ভাবেন কঙ্গনা।’ তাতেই পাল্টা উত্তর দিয়ে অভিনেত্রী লেখেন, ‘আরে লোকে ভাবে আমি কালাজাদু জানি। এটা সাধারণ বুদ্ধি। দাসত্বের শৃঙ্খল থেকে পাওয়া নাম থেকে মুক্তি… জয় ভারত।’

পাশপাশি ভারত নামের গুরুত্ব বুঝিয়ে কঙ্গনা বলেন, ভারত নামের গুরুত্ব আছে। কিন্তু ‘ইন্ডিয়া’ নামের অর্থ কি? ব্রিটিশরা সিন্ধু উচ্চারণ করতে পারত না। তাই সেটা অপভ্রংশ করে ‘ইন্দুস’ করেছিল। তার পর কখনও ‘হিন্দুস’, কখনও ‘ইন্দুস’ এইসব বলতে বলতে ইন্ডিয়া নাম দিয়ে দিল।

ইন্ডিয়া নামের মানে বোঝাতে গিয়ে কঙ্গনা বলেন, ‘পুরনো ইংরেজিতে ইন্ডিয়ান বলতে বোঝায় দাস। ব্রিটিশরা আমাদের ইন্ডিয়ান নামকরণ করেছিলেন। কারণ সেটাই (দাস) ছিল ব্রিটিশদের চোখে আমাদের পরিচয়। তাই আমরা ইন্ডিয়ান নই, ভারতীয়।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here