৪ ঘণ্টা বন্ধ থাকার পর দেশের গুরুত্বপূর্ণ পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ফের ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টা থেকে ফেরিগুলো আবারও চলাচল শুরু করে। এর আগে বুধবার (২৪ ডিসেম্বর) রাত ২টা থেকে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ করে কর্তৃপক্ষ। এতে মাঝ নদীতে আটকা পড়ে ছোট-বড় ৬টি ফেরি।
জানা যায়, নদী এলাকায় তীব্র কুয়াশা পড়ায় রাত ২টা থেকে নৌপথের চ্যানেল মার্কিং পয়েন্টগুলো স্পষ্ট দেখা যাচ্ছিল না। তাই দুর্ঘটনা এড়াতে এবং যাত্রী ও নৌযানের নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখে। ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট ঘাট এলাকায় পণ্যবাহী ট্রাক ও দূরপাল্লার বাসসহ তিন শতাধিক যানবাহন আটকা পড়ে। এতে যাত্রী ও পরিবহন শ্রমিকদের মধ্যে চরম ভোগান্তি দেখা দেয়।
এ বিষয়ে বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক আব্দুস সালাম জানান, নৌ দুর্ঘটনা এড়াতে ও যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ঘন কুয়াশার কারণে রাত ২টা থেকে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পরে বৃহস্পতিবার ভোর রাত সাড়ে ৫টা থেকে পুনরায় ফেরি চালু করা হয়।

