দেশের চার জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা

0

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় হামুন গুরুত্বহীন হয়ে পড়ায় বৃষ্টিপাতের প্রবণতা কমেছে। তবে রাঙামাটি, খাগড়াছড়ি, মৌলভীবাজার ও সিলেট জেলার দু-এক জায়গায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

বুধবার এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে তবে রাঙামাটি, খাগড়াছড়ি, মৌলভীবাজার ও সিলেট জেলার দু-এক জায়গায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকবে ১০-১৫ কিলোমিটার।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে টেকনাফে ৭৩ মিলিমিটার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here