নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে জালকুড়ি উচ্চ বিদ্যালয়ের মাঠে ৯ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠন এ আয়োজন করে।
৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. বাবুল প্রধানের সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁও) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আজহারুল ইসলাম মান্নান।
আজহারুল ইসলাম মান্নান বলেন, ‘বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চাই। দেশের এই ক্রান্তিলগ্নে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমাদের প্রয়োজন।’ একই সঙ্গে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির আত্মার মাগফেরাত কামনা করেন তিনি।
অনুষ্ঠানে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য সামুদুর রহমান মাসুদ ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য জাহাঙ্গীর প্রধানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সদস্য ইমাম হোসেন বাদল।
এছাড়া নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু, যুগ্ম আহ্বায়ক শাহীন আহম্মেদ, মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মাহমুদ ফয়সাল, সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দলের আহ্বায়ক জসিম উদ্দিনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

