প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের ৮০ ভাগ মানুষ দরিদ্র ছিল। বঙ্গবন্ধুর লক্ষ্য ছিল দেশের মানুষ উন্নত জীবনের অধিকারী হতে। আমরা সরকারের এসে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করি। দেশের একটি মানুষও হতদরিদ্র থাকবে না।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সোমবার (৮ জানুয়ারি) গণভবনে দেশ-বিদেশের সাংবাদিক ও পর্যবেক্ষকদের সঙ্গে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, মানুষের ভোটাধিকার নিশ্চিত করাই লক্ষ্য। এবারের নির্বাচনে নিজেদের প্রার্থী মনোনয়ন করার পাশাপাশি সবার জন্য উন্মুক্ত করে দিয়েছি। মানুষের স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন। এই বিজয় জনগণের বিজয়।