দেশেই বিশ্বকাপ ক্যাম্প করবে টাইগাররা

0

চলতি বছরের অক্টোবরে ভারতের মাটিতে বসতে যাচ্ছে বিশ্বকাপ আসর। আর আসন্ন এই বিশ্বকাপকে সামনে রেখে মঙ্গলবার সূচি প্রকাশ করেছে আইসিসি। এদিন নিজেদের প্রস্তুতি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বিসিবির ক্রিকেট অপরারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। 

শুরুতেই এই বোর্ড পরিচালক বলেন, ‘আমাদের প্রস্তুতি ভালো আছে। আপনারা জানেন, আমরা আফগানিস্তান সিরিজের মাঝে আছি। এশিয়া কাপ আছে। এশিয়া কাপের পর যখন আমরা বিশ্বকাপ খেলতে যাব, তার আগে নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ খেলব। প্রস্তুতির দিক থেকে আমরা খুব খুশি, সন্তুষ্ট।’

ভারতের কন্ডিশনের সঙ্গে মিল থাকায় দেশেই বিশ্বকাপের ক্যাম্প করবে বাংলাদেশ। জালাল বলছিলেন, ‘এবার আমরা বাইরে কোনো ক্যাম্প করছি না। ভারতের কন্ডিশনের সঙ্গে সাদৃশ্য আছে। সেজন্য আমাদের কোথাও না গেলেও চলবে। একটা জায়গা ছাড়া কম-বেশি সবগুলোই ট্রপিক্যাল থাকবে।’ 

‘ধর্মশালায় একটু ঠাণ্ডা থাকবে। গড়ে হয়তো ২০ থেকে ২৫ ডিগ্রি থাকবে। এটা খুব একটা সমস্যা হবে না। এর চেয়েও ঠাণ্ডায় খেলে এসেছি আমরা। এটা ছাড়া বাকি যেসব ভেন্যুতে খেলা হবে, কম-বেশি একই। ওরাও ট্রপিক্যাল দেশ। আমরা সেরকম কন্ডিশনেই এখানে অনুশীলন করব। সেজন্য বাইরে গিয়ে অনুশীলন করার তেমন দরকার পড়বে না।’

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here