দেশি ফুটবলারদের নিয়ে হবে স্বাধীনতা কাপ

0

দেশের ফুটবলে এই মৌসুম থেকেই আবারও চালু হওয়ার কথা ছিল কোটি টাকার সুপার কাপ। তবে দেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণে এবার আয়োজিত হয়নি।

তবে আগামী মৌসুম থেকে কোটি টাকার সুপার কাপসহ মোট পাঁচটি টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রফেশনাল লিগ ম্যানেজমেন্ট কমিটি।  

শনিবার (১ ফেব্রুয়ারি) বাফুফে ভবনে আজ এই কমিটির সভা আয়োজিত হয়েছে। সভা শেষে কমিটির সভাপতি ইমরুল হাসান এই তথ্য জানিয়েছেন।

এছাড়া আগামী মৌসুমে আয়োজিত হবে স্বাধীনতা কাপও। সেখানে শুধু বাংলাদেশের ফুটবলাররাই অংশ নিতে পারবে। দেশীয় ফুটবলারদের মান উন্নয়নে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

প্রফেশনাল লিগ ম্যানেজমেন্ট কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে নতুন মৌসুমে চ্যালেঞ্জ কাপ, ফেডারেশন কাপ, বাংলাদেশ প্রিমিয়ার লিগ, সুপার কাপ ও সবশেষে শুধু স্থানীয় ফুটবলারদের নিয়ে হবে স্বাধীনতা কাপ। 

লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান বলেন, ‘আমরা আগামী মৌসুমের খসড়া সূচি তৈরি করেছি। ১ জুন দলবদল দিয়ে শুরু হবে নতুন মৌসুম। আমরা পাঁচটি টুর্নামেন্ট করবো। স্বাধীনতা কাপ শুধু স্থানীয়দের নিয়ে করার সিদ্ধান্তের কারণ, ক্লাবগুলো যাতে বিদেশি ছেড়ে দিয়ে খেলতে পারে। তাতে, তাদের ক্যাম্প পরিচালনা করতে সুবিধা হবে। কোটি টাকার টুর্নামেন্ট হিসেবে পরিচিত সুপার কাপ কোন ফরম্যাটে ফিরবে, তা সিদ্ধান্ত হয়নি। ইমরুল হাসান জানিয়েছেন, প্রিমিয়ার লিগের শীর্ষ চার বা ছয় দল নিয়ে হবে সুপার কাপ। ‘

এছাড়া সভায় চলমান ফেডারেশন কাপ ফুটবলের ফাইনালের ভেন্যু হিসেবে ময়মনসিংহ রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামকে নির্ধারণ করা হয়েছে। কোয়ালিফিকেশন রাউন্ডের প্রথম দুই ম্যাচ ভিন্ন ভিন্ন দিনের পরিবর্তে একদিন ৮ এপ্রিল অনুষ্ঠিত হবে। প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্ব ২১ ফেব্রুয়ারি। সভায় ১১টি দলকে এবার বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে খেলার জন্য চূড়ান্ত করা হয়েছে। এক সময়ের দাপুটে ক্লাব বিআরটিসি প্রথমবারের মতো পেশাদার লিগের দ্বিতীয় স্তরে খেলবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here