দেশব্যাপী খুন-ধর্ষণ-নিপীড়নের প্রতিবাদে কলাপাড়ায় মানববন্ধন

0

নারীর প্রতি সহিংসতা, খুন, ধর্ষণ, নিপীড়ন ও দ্রব্যমূল্যের দাম কমানোসহ বিভিন্ন দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় মানিকমালা খেলাঘর আসর, কলাপাড়া মহিলা ক্লাব ও নাগরিক সংগঠনের উদ্যোগে পৌরশহরের সুরেন্দ্রমোহন চৌধুরী সড়কের মনোহরীপট্টিতে এ কর্মসূচির আয়োজন করা হয়। 

এ সময় বক্তব্য রাখেন, কলাপাড়া মহিলা ক্লাবের সাবেক সভানেত্রী শিক্ষিকা নমিতা দত্ত, কমরেড নাসির তালুকদার, কাউন্সিলর মনোয়ারা বেগম, মোসা. মরিয়ম বেগম পাখি, অবসরপ্রাপ্ত প্রভাষক মো. রফিকুল ইসলাম, কৃষক নেতা নয়নাভিরাম গাইন প্রমুখ।

বক্তারা বলেন, দেশে অব্যাহতভাবে খুন, ধর্ষণ, চুরি, ডাকাতি বেড়েই চলেছে। অচিরেই এসব বন্ধ করে নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেয়ার দাবি জানান তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here