দেয়ালে পোস্টার লাগানোয় নৌকা-ট্রাকের জরিমানা

0

লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে মহাজোটের প্রার্থী নৌকা প্রার্থী মোশাররফ হোসেনের কর্মী এবং স্বতন্ত্র প্রার্থী ইস্কান্দার মির্জা শামীমের ট্রাক প্রতীকের কর্মীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুদ্দিন মো. রেজা।

কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র সাহা বিষয়টি নিশ্চিত করে বলেন, দেয়ালে পোস্টার লাগানো নির্বাচন আচরণবিধি লঙ্ঘন। দুই প্রার্থীর পোস্টার দেয়ালে লাগানো থাকায় নৌকা প্রতীকের কর্মীর ১০ হাজার ও ট্রাক প্রতীকের কর্মীর ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here