‘দেয়ালের দেশ’-এ মেতেছে দর্শক

0

দীর্ঘদিন পর ঈদে ঢালিউডে সিনেমা মুক্তির সংখ্যায় রেকর্ড গড়েছে। দেশের দুই শতাধিক সিনেমা হলে মুক্তি পেয়েছে ১১টি ছবি। তবে স্টার সিনেপ্লেক্সের সাতটি শাখায় প্রদর্শিত হচ্ছে ৮টি সিনেমা। এই আট সিনেমার মধ্যে সবচেয়ে বেশি শো পেয়েছে মিশুক মনি পরিচালিত ‘দেয়ালের দেশ’৷ সিনেপ্লেক্সের সব শাখা মিলিয়ে প্রতিদিন এর ১৭টি শো প্রদর্শিত হচ্ছে।

‘দেয়ালের দেশ’ ছবিটি নিয়ে দর্শকদের এমন সাড়ায় উচ্ছ্বসিত ছবির পরিচালক মিশুক মনির। তার ভাষ্য, দেয়ালের দেশ সিনেমা মুক্তির পর থেকে বেশ নার্ভাস ছিলাম। কিন্তু স্টার সিনেপ্লেক্সের প্রথম দিনে যে সুখবর পেলাম তাতে নার্ভাস কেটে গিয়েছে। প্রথম দিন সব ক’টি শো হাউজলফুল গিয়েছে এবং দ্বিতীয় দিনের সবক’টি শোয়ে অগ্রিম টিকিটও বিক্রি হয়েছে। এটা আমাদের দেয়ালের দেশ সিনেমা টিমের জন্য দারুণ খুশির খবর। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here