দেম্বেলের জোড়া গোলে শীর্ষে ফিরলো পিএসজি

0
দেম্বেলের জোড়া গোলে শীর্ষে ফিরলো পিএসজি

উসমান দেম্বেলের জোড়া গোলে লিলকে হারিয়ে লিগ ওয়ানের শীর্ষে ফিরেছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। দুর্দান্ত এক গোলে পিএসজির হয়ে গোলের সূচনা করেন প্রথমার্ধের শুরুর দিকেই। মাত্র ১৩ মিনিটেই তার পা থেকে আসে গোল। ২০ গজ দূর থেকে নিচু শটে বল জালে পাঠান তিনি। দ্বিতীয়ার্ধে নিজের ও দলের দ্বিতীয় গোল করেন দেম্বেলে। চিপ শটে চোখধাঁধানো এক গোলে বক্সের ভেতর থেকে ব্যবধান বাড়ান।

অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে প্রতিপক্ষের রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে তৃতীয় গোলটি করেন ব্র্যাডলি বারকোলা। এতে করে ২-০ ব্যবধানে এগিয়ে থাকা পিএসজির জয় নিশ্চিত হয় ৩-০ তে। লিগ ওয়ানে গতকাল ফরাসি ক্লাবটির হয়ে অন্য গোলটি আসে বদলি নামা ব্রাডলি বার্কোলার পা থেকে।

এই জয়ে আপাতত লিগ ওয়ানের পয়েন্ট টেবিলে শীর্ষে ফিরেছে পিএসজি। ১৮ ম্যাচে ১৩ জয় তিন ও দুই হারে লুইস এনরিকের ক্লাবের পয়েন্ট ৪২। এক ম্যাচ কম খেলে দুইয়ে থাকা লেন্সের পয়েন্ট ৪০। তাতে আজ রাতে অক্সেরির বিপক্ষে জয় পেলেই আবার চূড়ায় ফিরে যাবে তারা।

ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে ১৩ মিনিটেই পিএসজিকে লিড এনে দেন দেম্বেলে। ২০ গজ দূর থেকে দুর্দান্ত এক নিচু শটে বল জালে জড়ান  ফরাসি ফরোয়ার্ড। বিরতির পর ৬৪ মিনিটে জোড়া গোল পূর্ণ করে ব্যবধান ২-০ করেন দেম্বেলে। বক্সের ঠিক ভেতর থেকে দৃষ্টিনন্দন চিপ শটে ঘরের মাঠে দর্শকদের মুগ্ধ করেন তিনি। চলতি মৌসুমে লিগে ২৮ বছর বয়সী ব্যালন জয়ীর গোল হলো পাঁচটি। আর সব প্রতিযোগিতা মিলিয়ে ২২ ম্যাচে আটটি।

ম্যাচে ৬১ শতাংশ বল দখলে রেখে মোট ১৩টি নেওয়া পিএসজি ইনজুরি টাইমে লিলের রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে তৃতীয় গোলটি আদায় করে নেয়। লক্ষ্যভেদ করেন বার্কোলা। অবশ্য লিলের বিপক্ষে  আক্রমণভাগের দুর্দান্ত পারফরম্যান্সের পরও দেম্বেলেকে নিয়ে পুরো তৃপ্ত নন এনরিকে। পিএসজি কোচের মতে, মাঠে আক্রমণভাগ ছাড়া অন্য দিকগুলোতেও আরও অবদান রাখতে হবে ২৮ বছর বয়সী এই তারকাকে।

ম্যাচ শেষে পিএসজি কোচ বলেন, ‘সবাই বলবে উসমানই সেরা খেলোয়াড়। কিন্তু আমার কাছে এখনো তা নয়। রক্ষণাত্মক দিক থেকে আমাদের উসমানের সেরা রূপটা আরও দেখতে হবে।’ ট্রেবল জয়ী ক্লাবটির কোচ আরও যোগ করেন, ‘কারণ এমন একজন খেলোয়াড় আমাদের দরকার, যার মধ্যে ডিফেন্স করার মানসিকতাও থাকবে। সে এটা গত বছর দেখিয়েছিল। এ বছরও তাকে সেটা ধরে রাখতে হবে।’

পিএসজির পরের ম্যাচ চ্যাম্পিয়ন্স লিগে। আগামী বুধবার পর্তুগিজ ক্লাব স্পোর্টিং সিপির আতিথেয়তা নেবে তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here