দেব-রুক্মিণী নিয়ে নতুন গুঞ্জন, ফের ভাঙনের ইঙ্গিত?

0
দেব-রুক্মিণী নিয়ে নতুন গুঞ্জন, ফের ভাঙনের ইঙ্গিত?

টলিউড সুপারস্টার দেব ও অভিনেত্রী রুক্মিণীর মধ্যে যে দারুণ সম্পর্ক রয়েছে সেটা সবার জানা। তারাও বারবার তাদের প্রেম কাহিনী নিয়ে কথা বলেছেন। দুজনকে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইভেন্টে দেখে অভ্যস্ত দর্শক-ভক্তরা। এক দশকেরও বেশি সময় ধরে তাদের ঘনিষ্ঠতা। তাদের বিয়ে নিয়েও রয়েছে নানান গুঞ্জন। তবে এবার দেব-রুক্মিণীকে নিয়ে বিচ্ছেদের খবর চাউর হয়েছে টলিপাড়ায়।

গত কয়েকদিন ধরে দেবের গুরুত্বপূর্ণ ইভেন্টগুলোতে দেখা যাচ্ছে না রুক্মিণীকে। দেবের ক্যারিয়ারের ২০ বছর পূর্তির বিশেষ সেলিব্রেশন ইভেন্টেও তার দেখা মেলেনি। এমনকি দেব প্রযোজিত ও অভিনীত আলোচিত ছবি ‘রঘু ডাকাত’-এর কোনও স্ক্রিনিংয়েও দেখা যায়নি তাকে।  

ঘনিষ্ঠ মহল বলছেন, বেশ কিছুদিন ধরেই দুজনের মধ্যে মনোমালিন্য হয়েছে। প্রশ্ন উঠেছে দেবের সঙ্গে অন্য নায়িকার ঘনিষ্ঠতা নিয়েও। এসব নিয়ে কলকাতায় সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েছেন রুক্মিণী। ‘রঘু ডাকাত’-এর বিশেষ প্রদর্শনীতে তাকে কেন দেখা গেল না?

রুক্মিণী যদিও সরসরি কিছু জানাননি। তিনি বলেন, আসলে কাজের জন্য আমি এখন বাইরে আছি। কালীপূজার জন্য এক দিনের জন্য কলকাতায় এসেছি। কাছের মানুষদের সঙ্গে কলকাতায় কিছুটা সময় কাটাব। কালকেই আবার চলে যেতে হবে দিল্লি। দেবের পাশে না থাকার প্রসঙ্গে রহস্যময় হাসি হেসে তিনি বলেন, একটাই কথা বলব, আমাকে খুঁজতে থাকো। 

অন্যদিকে সম্পর্ক নিয়ে কয়েকদিন আগে কথা বলেছেন দেব। ‘ধূমকেতু’র প্রচারের ফাঁকে তিনি স্পষ্ট ভাষায় বলেছিলেন, যারা বিচ্ছেদ নিয়ে বলছে, তারা তো আমার সঙ্গে থাকে না। তাহলে, তারা জানলো কী করে আমার আর রুক্মিণীর মধ্যে কী চলছে? আমরা ১২ বছর ধরে সম্পর্কে রয়েছি। কোনোদিন এটা নিয়ে কথা বলিনি। তাহলে এখন কেন জবাবদিহি করতে হবে?’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here