দেবীগঞ্জে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

0

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার শালাডাঙ্গা ইউনিয়নের ধুলাঝারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপহার হিসেবে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে ‘তারুণ্য গড়বে পঞ্চগড়’ নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান এই অনুষ্ঠান আয়োজন করে। ইউনিয়নের পাঁচশ জনকে এ উপহার দেওয়া হয়।

এ সময় শালডাঙ্গা ইউনিয়র আওয়ামী লীগের সভাপতি রোকনুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক আবদুল মাজেদ সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক জেলা পরিষদ সদস্য হারুন অর রশিদ, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সুমন্ত রায়, সাধারণ সম্পাদক তারেক খায়রুজ্জামান, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক রঞ্জুসহ আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here