কুমিল্লার দেবিদ্বার পৌরসভার প্রথম নির্বাচনে প্রথম মেয়র হলেন নৌকা প্রতীকের প্রার্থী সাইফুল ইসলাম শামীম। সোমবার রাত ৯ টার দিকে ভোট গণনা শেষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল আলম তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।
শামীম পেয়েছেন ১২ হাজার ১৪৯ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিদ্রোহী প্রার্থী নারিকেল গাছ প্রতীকের মো. আবুল কাশেম পেয়েছেন ৭ হাজার ৭৭১ ভোট। এছাড়া এম এ কাইয়ুম ভূইয়া (ক্যারামবোর্ড) ৪ হাজার ৯৮৮ ভোট, শাহজাহান মোল্লা (ইস্ত্রি) ১ হাজার ৬৯৬ ভোট, এবিএম আতিকুর রহমান বাশার (মোবাইল ফোন) ৮৭০ ভোট, আবুল খায়ের (কম্পিউটার) ১ হাজার ৫৩৭ ভোট, অ্যাড. সাইফুল ইসলাম সরকার (জগ) ২৩১ এবং শরিফুল ইসলাম সুমন (চামচ) ৩২৩ ভোট পেয়েছেন।