১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় এক পক্ষ (১৫দিন) ব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দেবিদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদের আয়োজনে উপজেলার নবিয়াবাদে কুমিলা মডেল কলেজ অডিটোরিয়ামে আয়োজিত শোক দিবসের প্রস্তুতি সভায় এই কর্মসূচি ঘোষণা করা হয়।
উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ তার বক্তব্যে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে প্রতিটি ইউনিয়নে একটি করে গরু ও পৌরসভায় ২টি গরু সাথে আনুষঙ্গিক খরচ ও প্রয়োজনীয় জিনিসপত্র দেয়া হবে। যা ১৫ আগস্ট থেকে ক্রমান্বয়ে ৩১ আগস্ট পর্যন্ত প্রতিটি ইউনিয়নে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতৃবৃন্দদের সাথে নিয়ে বঙ্গবন্ধু ও তাদের পরিবারের রুহের মাগফিরাত কামনায় কাঙ্গালিভোজ ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন